কবি, ঔপন্যাসিক ও সম্পাদক অচিন্ত্যকুমার সেনগুপ্তের জন্ম ১৯০৩ সালের ১৯ সেপ্টেম্বর। জন্ম নোয়াখালী শহরে হলেও তার আদি নিবাস বর্তমান মাদারীপুর। নোয়াখালীতেই প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। ১৯১৬ সালে চলে যান কলকাতায়। ১৯২১ সালে প্রবাসী পত্রিকায় ‘নীহারিকা দেবী’ ছদ্মনামে অচিন্ত্যকুমারের প্রথম কবিতা প্রকাশিত হয়। বিশেষ কৃতিত্ব দেখান উপন্যাস ও ছোটগল্প রচনায়। তার অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস ১৯২৮ সালে প্রকাশিত হয়। ‘কাকজ্যোৎস্না’, ‘প্রথম কদমফুল’ তার
বিশ্ববিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটো। ৪২৭ খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের এথেন্সে তিনি জন্মগ্রহণ করেন। প্লেটো ছিলেন দার্শনিক সক্রেটিসের ছাত্র এবং দার্শনিক এরিস্টটলের শিক্ষক। প্লেটো একাধারে গণিতজ্ঞ এবং দার্শনিক ভাষ্যের রচয়িতা হিসেবে খ্যাত। তিনিই পশ্চিমা বিশ্বে উচ্চ শিক্ষার প্রথম প্রতিষ্ঠান গড়ে তোলেন। এটি ছিল এথেন্সের আকাদেমি।
আমেরিকার প্রতিষ্ঠাতা জনকদের একজন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। তিনি ১৭০৬ সালের ৬ জানুয়ারি ম্যাসাচুসেটসের বোস্টনে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে লেখক, চিত্রশিল্পী, রাজনীতিবিদ, রাজনৈতিক, বিজ্ঞানী, সঙ্গীতজ্ঞ, উদ্ভাবক, রাষ্ট্রপ্রধান, কৌতুকবিদ, গণআন্দোলনকারী ও কূটনীতিক ছিলেন।