‘আমরা মানুষের মতো মানুষ চাই নাকি রেজাল্ট চাই?’  

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ফাহাদ হত্যাকাণ্ড হয়েছে বুয়েটে, তাও নির্মমভাবে। বুয়েট কিংবা ঢাকা মেডিকেলের মেধা তালিকায় সেরারাই স্থান করে নিতে পারে। এখন তারা কি মানুষ হতে পারেনি- এটা আমার প্রশ্ন। আমরা মানুষের মতো মানুষ চাই নাকি রেজাল্ট চাই? কবি নজরুলের তো কোনো সার্টিফিকেট ছিল না, রবীন্দ্রনাথের সার্টিফিকেট ছিল না। অথচ, তাদের নিয়ে এখনো কত গবেষণা চলছে।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনারে নজরুল ইনস্টিটিউট আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। মানুষ সেই হয়, যে অপরের কাজে লাগে। লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে, শুধু পরীক্ষায় পাস করলেই চলবে না। আমার ছেলেমেয়েদেরও বলি যেন, প্রথম টার্গেট থাকে শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে ওঠা।

তিনি বলেন, বাংলাদেশ সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কেউ এ সম্প্রীতি নষ্ট করতে পারবে না।

 

টাইমস/এইচইউ

Share this news on: