ভারত জুড়ে বিক্ষোভ: বিরোধীদের ধুয়ে দিলেন মোদি  

সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জীর (এনআরসি) বিরুদ্ধে ভারত জুড়ে চলছে বিক্ষোভ। বিক্ষোভ দমাতে পুলিশের গুলিবর্ষণ ও সহিংসতায় এরই মধ্যে অন্তত ২৩ জন নিহত হয়েছে। রোববারও ভারতের উত্তর প্রদেশসহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে এবার বিরোধী রাজনৈতিক দলগুলোকে ধুয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার দিল্লির রামলীলা ময়দানে এক সভায় মোদি বলেছেন, কংগ্রেস ও তাদের জোটসঙ্গীরা গুজব ছড়াচ্ছে যে, সমস্ত মুসলিমদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।

ভারতে কোনো ডিটেনশন ক্যাম্প হবে না উল্লেখ করে মোদি জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা অন্তত একবার সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জীর নিয়ম পড়ুন। তাহলে সবার ভুল দূর হয়ে যাবে।

বিরোধীদের মিথ্যা প্রচারণা দেশে বিভাজন তৈরি করবে উল্লেখ করে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী মোদি রোববারের সভা থেকে দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করেন।

প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর সংশোধিত নাগরিকত্ব আইনটি পাস হয়। তারপর থেকেই প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ভারত। বিক্ষোভ ও সহিংসতায় ২৩ নিহতসহ সহস্রাধিক আন্দোলনকারী আহত হয়েছেন। আন্দোলন দমাতে বিভিন্ন রাজ্যে কয়েক হাজার বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এছাড়া বিভিন্ন রাজ্যে ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ করা হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: