বঙ্গবন্ধুর খুনি মাজেদের লাশ ভোলায় প্রবেশ করতে দেবে না ছাত্রলীগ  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) মাজেদের ফাঁসি কার্যকর হওয়ার পর তার লাশ ভোলায় প্রবেশ ও দাফন করতে দেবে না ছাত্রলীগ।

ভোলার বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিব উল্যাহ পলাশ বিশ্বাসের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার দুপুরে এ ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাজার বছরের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর ও তার পরিবারের খুনি বরখাস্তকৃত ক্যাপ্টেন মাজেদের ফাঁসির রায় কার্যকর হওয়ার পর তার লাশ ভোলার বোরহানউদ্দিনের মাটিতে দাফন করতে দেওয়া হবে না। যদি তার লাশ বোরহানউদ্দিনে প্রবেশ করে তাহলে বাংলাদেশ ছাত্রলীগ বোরহানউদ্দিন শাখার নেতা-কর্মীরা তা প্রতিহত করবে।

বোরহানউদ্দিন ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম ও সম্পাদক পলাশ বিশ্বাস জানান, খুনি মাজেদের ফাঁসি কার্যকর হওয়ার পর জাতি কলঙ্কমুক্ত হলেও তার লাশ বোরহানউদ্দিনে প্রবেশ ও দাফন করে আমরা বোরহানউদ্দিনের মাটিকে কলঙ্কিত করতে দেব না। যদি খুনি মাজেদের লাশ নিয়ে প্রবেশ করা হয় তাহলে আমরা ছাত্রলীগ তা প্রতিহত করব।

 

 

টাইমস/এইচইউ

Share this news on: