গাজীপুরে দশ চিকিৎসকসহ করোনায় আক্রান্ত ১৬১ জন  

গাজীপুরে করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন ১০ জন চিকিৎসকসহ ১৬১ জন। জেলায় শনিবার পর্যন্ত এক হাজার ২২৪ জনের নমুনা পরীক্ষায় ১৬১ জনের করোনা পজিটিভ এসেছে। যা নমুনা পরীক্ষার ১৩ শতাংশ।

গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ সাইফুল ইসলাম বলেন, গাজীপুরে শনিবার পর্যন্ত এক হাজার ২২৪ জনের নমুনা পরীক্ষায় ১৬১ জনের নমুনায় করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। সেই হিসাবে জেলায় কোভিড-১৯ সংক্রমণের হার ১৩ শতাংশ।

সিভিল সার্জন অফিসের জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম জানান, এ যাবৎ গাজীপুরে ১০ জন চিকিৎসক, ৪১ জন স্বাস্থ্যকর্মী, সাত জন নার্স, একজন সাংবাদিক এবং পাঁচ জন পুলিশসহ ১৬১ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। তারা সবাই আইসোলেশনে রয়েছেন; এ যাবৎ গাজীপুরে করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ১৩৭ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া সর্বশেষ রোববার ১৬৩ জনের নমুনা ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছে। এ নমুনার ফল এখনও পাওয়া যায়নি।

 

 টাইমস/এইচইউ

Share this news on: