সিলেটের বাসা থেকে স্কুলশিক্ষিকা ও গৃহকর্মীর লাশ উদ্ধার  

 

সিলেটের ওসমানীনগরের একটি বাসা থেকে এক স্কুলশিক্ষিকা ও তার গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে শিক্ষিকা তপতী রানি দে (৪৫) ও গৃহকর্মী গৌরাঙ্গ বৈদ্যর লাশ উদ্ধার করা হয়।

নিহত তপতী রানি সোয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি চিকিৎসক বিজয় ভূষণ দে’র স্ত্রী।

সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন জানান, তপতী রানির ছেলেও চিকিৎসক। তারা পেশাগত কাজে বাইরে ছিলেন। বাড়িতে তপতী ও গৌরাঙ্গই ছিলেন। রাত ৯টার দিকে তপতী রানির ছেলে বিপ্লব দে বাড়ি ফিরে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে এলাকাবাসী ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ বাড়ির বাথরুমের জানালা ভেঙে ঘরে ঢুকে মেঝেতে তপতী রানির রক্তাক্ত মৃতদেহ পায়। পাশে ফ্যানের সঙ্গে গৌরাঙ্গ বৈদ্যর মৃতদেহ গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তপতীকে হত্যা করে গৌরাঙ্গ বৈদ্য আত্মহত্যা করেছেন। তবে এর পেছনে অন্য কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।

নিহত গৌরাঙ্গ বৈদ্যর বাড়ি বিশ্বনাথের দশঘর গ্রামে। প্রায় ৫-৬ বছর ধরে তিনি ওই বাড়িতে কাজ করছিলেন।

 

টাইমস/এসজে

Share this news on: