যুক্তরাজ্যে কারখানা বন্ধের সিদ্ধান্ত ‘হোন্ডা’র  

যুক্তরাজ্যের সুইনডন শহরে নিজেদের গাড়ি তৈরির কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে জাপানভিত্তিক প্রতিষ্ঠান ‘হোন্ডা’।

মঙ্গলবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি হোন্ডা। ২০২২ সালে এই কারখানা পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলে হোন্ডার মুখপাত্রের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছে স্থানীয় এমপি জাস্টিন টমলিনসন।

কারখানা বন্ধের ফলে প্রায় সাড়ে তিন হাজার কর্মসংস্থান হারাবে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের অর্থনীতিতে যার ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

২০১৮ সালে সুইনডনে ১ লাখ ৬০ হাজার হোন্ডা সিভিকস গাড়ি তৈরি হয়। যার ৯০ শতাংশই ইউরোপের দেশগুলোতে রপ্তানি হয়।

এক টুইট বার্তায় টমলিনসন বলেন, বৈশ্বিক চাহিদার পরিবর্তনের কারণে হোন্ডা এই সিদ্ধান্ত নিয়েছে। ২০২১ সাল নাগাদ কোনো ছাঁটাই বা উৎপাদনের কোনো পরিবর্তনের আশঙ্কা নেই। ব্রেক্সিটের জন্য নয়। চীনের চাহিদা কমে যাওয়ার কারণে গাড়ি শিল্প ভুগছে।

আনুষ্ঠানিক ঘোষণার পর যুক্তরাজ্য প্রতিক্রিয়া জানাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মের মুখপাত্র।

সরকারি কর্মকর্তা ডেস কুইনিন বলেন, বিগত দুই দশক ধরে গাড়ি শিল্প উৎপাদন খাতের অন্যতম অলংকার ছিল। তবে এখন প্রধানমন্ত্রী থেরেসা মের কঠোর সিদ্ধান্তের জন্য তৈরি ব্রেক্সিট অনিশ্চয়তায় এই খাত দুর্বল হয়ে গেছে। কর্মসংস্থান হারানো শ্রমিক ও তাদের পরিবারের ওপর ‘গুরুতর’ প্রভাব পড়ার পাশাপাশি এটি দেশের হাজার হাজার কর্মসংস্থানকেও প্রভাবিত করবে।

 

টাইমস/এইচইউ

Share this news on: