পাটকল শ্রমিকদের ৯ দফা দাবি মেনে নেয়ার আহ্বান বাসদের  

রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবি মেনে মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতারা।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে পাটকল শ্রমিকদের ধর্মঘটের সমর্থনে এবং শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি মেনে নেয়ার দাবিতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে সংগঠনটির ঢাকা মহানগর শাখা। সেখানেই এই দাবি জানায় নেতারা।

সমাবেশে নেতারা বলেন, শুধুমাত্র খুলনা অঞ্চলের ৯টি পাটকল শ্রমিকদের ১২ সপ্তাহের মজুরি ও কর্মকর্তা কর্মচারীদের ৩-৪ মাসের বকেয়া বেতন বাবদ পাওনা ৭৫ কোটি ১৪ লাখ টাকা। কিন্তু ঐ ৯টি পাটকলে ৩২৫ কোটি টাকার পাট পণ্য মজুত আছে। ৯টি পাটকলের প্রতিদিনের উৎপাদন ক্ষমতা ২৭২ টন কিন্তু সেখানে প্রতিদিন উৎপাদন করা হচ্ছে ১০০.২৯ টন। এখানে প্রতিদিন যে ১৭২ টন কম উৎপাদন হচ্ছে, রাষ্ট্রের ক্ষতি হচ্ছে তার দায় দায়িত্ব কার।

তারা আরো বলেন, সারা বিশ্বে সবুজায়নের জন্য ও পরিবেশ রক্ষা জন্য আন্দোলন হচ্ছে এর ফলে পাট পণ্যের ব্যাপক বাজার সৃষ্টি হচ্ছে। সারা বিশ্বে বর্তমানে প্রায় ৫০০ মিলিয়ন পিস শপিং ব্যাগের চাহিদা রয়েছে। এর মাত্র ৫ শতাংশ যদি আমরা রপ্তানি করতে পারি তাহলে হাজার হাজার কোটি টাকার রপ্তানি আয় করা সম্ভব। কিন্তু সরকারের নীতি সেই মুখী নয়।

বক্তারা সরকারের এই ভুলনীতি পরিহার ও দুর্নীতি বন্ধ করে পাটকল-পাট চাষীদের রক্ষা ও পাটকল শ্রমিকদের বকেয়া বেতনসহ ৯ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে পাটশিল্পের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলায় পাটকল শ্রমিক, পাট চাষী ও দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ ঢাকা মহানগর শাখার আহ্বায়ক বজলুর রশীদ ফিরোজ। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নগর শাখার সদস্য সচিব জুলফিকার আলী, সদস্য খালেকুজ্জামান লিপন, আহসান হাবিব বুলবুল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রাজ্জাক, সহ-সম্পাদক ইমাম হোসেন খোকন প্রমুখ।

 

টাইমস/এইচইউ

Share this news on: