রুয়েটে দুদিন ব্যাপী ক্যারিয়ার ফেয়ার শুরু  

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ার শুরু হয়েছে। বিজলী কেবলসের সৌজন্যে পঞ্চমবারের মতো মেলার আয়োজন করে রুয়েট ক্যারিয়ার ফোরাম।

শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন রুয়েটের উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. সেলিম হোসেন, পরিচালক(ছাত্রকল্যাণ) ড. মো. রবিউল আউয়াল, উপপরিচালক (ছাত্রকল্যাণ) মো. মামুনুর রশিদ ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য উপস্থিত সকলকে ও আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

রুয়েট ক্যারিয়ার ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল রাফি ফাহিম বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারো রুয়েট ক্যারিয়ার ফোরামের উদ্যোগে এই ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই আয়োজনের লক্ষ্য চাকরিপ্রার্থী ও চাকরিদাতাদের একই প্লাটফর্মে আনার পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন করা।’

উদ্বোধন শেষে অতিথিরা মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের সাথে পরিচিত হন।

এরপর ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় বিষয়ে বিভিন্ন কোম্পানির মানবসম্পদ ( এইচআর ) বিভাগের কর্তাদের উপস্থিতিতে ‘এইচ আর সামিট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

মেলায় প্রাণ-আরএফএল, কনফিডেন্স গ্রুপ, ওয়ালটন, জিরোওয়ান আইটি, বিজেআইটি, গ্রামীণফোন, সেভেন রিংস সিমেন্টসহ ১৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

এছাড়াও মেলায় BYLC এর সৌজন্যে সিভি অ্যাসেসমেন্ট, ক্যাম্পাস রিক্রুইটমেন্ট , এইচআর সামিটসহ পেশাগত জীবনে নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে ‘Company presentation & Leadership in Professional Life’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

 

টাইমস/এএইচ/জেডটি

 

Share this news on: