শেয়ারবাজারের লেনদেন শুরু রোববার  

 

ঈদুল আজহা উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকার পর রোববার থেকে আবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেন শুরু হচ্ছে।

টানা কয়েক মাস ধরে দরপতনের মধ্যে থাকলেও ঈদের আগের শেষ কার্যদিবসে কিছুটা উত্থানের দেখা মিলে। বন্ধের পরও তা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছে বিনিয়োগকারীরা।

১২ আগস্ট ঈদুল আজহা পালিত হওয়ায় সরকারিভাবে ১১, ১২ ও ১৩ আগস্ট সাধারণ ছুটি ছিল। তার আগের দু’দিন শুক্র ও শনিবার (৯ ও ১০ আগস্ট) হওয়ায় শেয়ারবাজারে লেনদেন হয়নি। ফলে ৮ আগস্ট লেনদেন হওয়ার পর শেয়ারবাজারে ঈদের ছুটি শুরু হয়ে যায়।

ঈদের সাধারণ ছুটি শেষ হওয়ার পর ১৪ আগস্ট (বুধবার) অফিস খোলা থাকার কথা থাকলেও এদিন শেয়ারবাজারে লেনদেন না করার সিদ্ধান্ত নেয় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পর্ষদ। পরের দিন ১৫ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় শোক দিবসের ছুটি ছিল। শোক দিবসের ছুটির পর ১৬ ও ১৭ (শুক্র ও শনিবার) দু’দিন সাপ্তাহিক ছুটি। এর মাধ্যমে টানা ৯ দিন বন্ধ থাকে শেয়ারবাজারের লেনদেন।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: