সোনালি ব্যাংকের ২৮০০ কোটি টাকা খেলাপি আদায়

ঘুরে দাঁড়াতে শুরু করেছে হলমার্ক কেলেঙ্কারিতে বিপর্যস্থ সোনালী ব্যাংক। রাষ্ট্রমালিকানাধীন এ ব্যাংকটি চলতি বছর প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা খেলাপি ঋণ আদায় করেছে। এর মধ্যে খেলাপি ঋণ ২ হাজার ৭৭৭ কোটি টাকা এবং বাকী ২২ কোটি টাকা অবলোপন ঋণ।

চলতি বছরের প্রথম ১০ মাসে (জানুয়ারী-অক্টোবর) ব্যাংকটি আয় করেন ১ হাজার ৪৬৫ কোটি টাকা।

ব্যাংকটির ব্যাবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, ঋণ আদায় ব্যবস্থা জোরদার করার কারণে ঋণ খেলাপি কমেছে।

জানা যায়, হল-মার্ক কেলেঙ্কারির পর থেকে বড় ঋণ দেয়া বন্ধ করেছে সোনালী ব্যাংক। ঋণদানের ঝুঁকি না নিয়ে আমানতের টাকা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বিনেয়োগ করছে ব্যাংকটি। সুদের টাকার উপর ভর করে মুনাফা বৃদ্ধি করছে সোনালি ব্যাংক।

উল্লেখ্য, হল-মার্ক কেলেঙ্কারির পর ২০১২ সালে ২ হাজার ৫০০ কোটি টাকা নিট লোকসান করেছিল ব্যাংকটি।

 

টাইমস/এএইস/এইচইউ

Share this news on: