বুলবুলের আঘাতে কৃষিখাতে ২৬৩ কোটি টাকার ক্ষতি: কৃষিমন্ত্রী

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে দুই লাখ ৭৯ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। ১৫ জেলার ১০৩টি উপজেলায় আঘাত হেনে এই ক্ষতি করে বুলবুল।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফকালে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এসব তথ্য জানান।

কৃষিমন্ত্রী বলেন, বুলবুলের আঘাতে কৃষিখাতে ২৬৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে যে রকম আশঙ্কা করেছিলাম তত ক্ষতি হয় নাই। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া।

ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। এটি তাৎক্ষণিক হিসাব, পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে আরও সাত-আট দিন সময় লাগতে পারে বলে জানান মন্ত্রী।

ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে- খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, মাদারীপুর, গোপালগঞ্জ, শরিয়তপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর।

ক্ষতিগ্রস্ত দুই লাখ ৭৯ হাজার হেক্টর জমির ফসলের মধ্যে আমনের ক্ষতি হয়েছে দুই লাখ ৩৩ হাজার ৫৭৪ হেক্টর। শীতকালীন ফসলের ক্ষতি হয়েছে ১৬ হাজার ৮৮৪ হেক্টর , সরিষার ক্ষতি হয়েছে এক হাজার ৪৭৭ হেক্টর, খেসারি ৩১ হাজার ৮৮ হেক্টর, মসুর ১৯৫ হেক্টর, পানের বরজ দুই হাজার ৬৬৩ হেক্টর। অন্যান্য কৃষিপণ্যের তিন হাজার ১২৬ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরকারি হিসেবে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ১১ জনের প্রাণহানি ঘটে। এরা সবাই গাছচাপায় মারা যান।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: