পাকিস্তান থেকে বিমানে এল পেঁয়াজ

পাকিস্তানের করাচি থেকে ৮১ টন ৫০০ কেজি পেঁয়াজ নিয়ে একটি বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আজারবাইজানের একটি কার্গো বিমানে এই চালান আনা হয়।

ঢাকার শাদ এন্টারপ্রাইজ এই পেঁয়াজের চালান এনেছে। পেঁয়াজবাহী বিমানটি অবতরণের পর পেঁয়াজ খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে।

সিল্কওয়ে বিমানের ‘সেভেনএল ৩০৮৬’ ফ্লাইটে পেঁয়াজের প্রথম চালানটি এসেছে। এখন দ্রুত শুল্কায়নের প্রক্রিয়া চলছে বলে জানান ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন।

এ পর্যন্ত আকাশপথে চারটি বিমানে পেঁয়াজের চালান আনার সময়সূচি ঠিক হয়েছে। শাদ এন্টারপ্রাইজ ছাড়াও চট্টগ্রামের এস আলম গ্রুপের প্রথম চালান আসবে বুধবার দিবাগত রাত একটায়। সৌদিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানে প্রথম চালানটি এসে পৌঁছাবে। বৃহস্পতিবার বিসমিল্লাহ এয়ারলাইন্সের পণ্যবাহী বিমানে দ্বিতীয় চালান আসবে। শুক্রবার তৃতীয় চালান আসবে সৌদিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানে।

 

টাইমস/এসআই

Share this news on: