রংপুরের পাঁচ স্থানে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি

রংপুর সিটি করপোরেশনের পাঁচ এলাকায় ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

রোববার সকাল সাড়ে ১০টায় কাছারী বাজার এলাকায় পেঁয়াজ বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিব আহসান।

নগরীর কাছারী বাজার, প্রেস ক্লাব চত্বর, সিটি বাজার, শাপলা চত্বর ও মাহিগঞ্জ এলাকা ছাড়াও পীরগাছা ও কাউনিয়া উপজেলার দুই জায়গায় প্রতিদিন প্রতি ট্রাকে এক হাজার কেজি করে মোট সাত হাজার কেজি পেঁয়াজ বিক্রি করা হবে বলে জানান জেলা প্রশাসক আসিব আহসান।

প্রেস ক্লাব চত্বর এলাকায় পেঁয়াজ কিনতে প্রায় আধা মাইল লাইন দেখা যায়। গৃহবধূ তসলিমা বেগম জানান, সকাল ৭টা থেকে পেঁয়াজ কিনতে লাইনে দাঁড়িয়ে তিন ঘণ্টা পর এক কেজি পেঁয়াজ কিনতে পারলাম। বাজারের চাইতে কম দামে পেঁয়াজ কিনতে পেরে ভালো লাগছে।

তবে পেঁয়াজ কিনতে আসা অনেকেই এক কেজির বদলে তিন কেজি করে পেঁয়াজ দেয়ার দাবি জানান।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: