খুলনায় পাটকল ধর্মঘট: ৯ মিলের উৎপাদন বন্ধ

পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্ধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে চতুর্থ দিনের মতো খুলনায় ধর্মঘট পালন করছেন পাটকল শ্রমিকরা।

মঙ্গলবার ভোর ৬টা থেকে উৎপাদন বন্ধ রেখে ৯টি মিলের ফটকে অবস্থান নেন আন্দোলনকারীরা। এসময় তারা গেটে সভা ও বিক্ষোভ প্রদর্শন করেন।

ধর্মঘট শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক মুরাদ হোসেন।

উৎপাদন বন্ধ থাকা মিলগুলো হলো- খালিশপুর শিল্পাঞ্চলের ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর ও দৌলতপুর, দিঘলিয়া শিল্পাঞ্চলের স্টার, আটরা শিল্পাঞ্চলের আলীম ও ইস্টার্ন এবং নওয়াপাড়া শিল্পাঞ্চলের কার্পেটিং ও জেজেআই।

৬ দিনের কর্মসূচির ৪র্থ দিন মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট চলবে আগামীকাল বুধবার (৪ ডিসেম্বর) ৬টা পর্যন্ত। ধর্মঘটের অংশ হিসেবে আজ বিকাল ৪টায় নিজ নিজ মিল গেটে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া ৮ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় গেট সভা, ১০ ডিসেম্বর সকাল ৮টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করবে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: