নারী ক্ষমতায়নে বাংলালিংক-ফেসবুকের যৌথ উদ্যোগ  

সুবিধাবঞ্চিত নারীদের নিরাপদ উপায়ে ও দায়িত্বশীলতার সাথে ডিজিটাল দুনিয়ার বিভিন্ন সুবিধা ব্যবহারের ওপর প্রশিক্ষণ দিতে যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মোবাইল অপারেটর বাংলালিংক ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক যৌথ এ উদ্যোগ গ্রহণ করেছে।

এ উপলক্ষে ‘শিখবো বেশি, পারবো বেশি’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে বাংলালিংক। এর মাধ্যমে গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জের ১৮০টি তৈরি পোশাক কারখানার ১৬ হাজার নারীকে প্রশিক্ষণ দেয়া হবে।

ক্যাম্পেইনের আওতায় বিনামূল্যে ফেসবুক ব্যবহারের উপর প্রশিক্ষণ দেয়া হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, শিশুশিক্ষা ও অর্থ সঞ্চয় বিষয়ক কর্মশালাতেও অংশ নেয়ার সুযোগ পাবেন প্রশিক্ষণার্থীরা।

বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, আমরা বিশ্বাস করি, ডিজিটাল বিপ্লবে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে সমাজ থেকে ডিজিটাল বিভাজন নির্মূল করা সম্ভব। এই ক্যাম্পেইনটি অংশগ্রহণকারীদের ইন্টারনেটের দুনিয়ায় বিচরণ করার সুযোগ দেওয়ার পাশাপাশি তাদেরকে ডিজিটাল জীবনযাপনে উদ্বুদ্ধ করবে। এমন একটি উদ্যোগে আমাদের সহযোগিতা করার জন্য ফেসবুকের কাছে আমরা কৃতজ্ঞ।

 

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: