বাজারে আসছে ৫০ টাকার নতুন ব্যাংক নোট

বাজারে ৫০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক। ১০ টাকার নোটের রঙের সাথে মিল থাকায় এ সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের সুবিধার্থে লালচে কমলা রঙে বঙ্গবন্ধুর ছবি ও গভর্নর ফজলে কবিরের স্বাক্ষরসংবলিত ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে, যা ১৫ ডিসেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে পাওয়া যাবে।

লালচে কমলা রঙ ব্যতীত প্রচলিত ৫০ টাকার নোটের ডিজাইন ও অন্যান্য সব নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য দুটি বিন্দু, মাইক্রোপ্রিন্ট, খসখসে লেখা ইত্যাদি) অপরিবর্তিত থাকবে। নতুন রঙে মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত থাকা ৫০ টাকা মূল্যমানের অন্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: