ভরিপ্রতি সোনার দাম বাড়লো ১ হাজার ৫১৭ টাকা

আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে প্রতি ভরি সোনায় দাম বেড়েছে ১ হাজার ৫১৭ টাকা। বুধবার থেকে সোনার নতুন এই দাম কার্যকর হবে।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ।

বুধবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৮ হাজার ৯৮৯ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৬৫৬ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪১ হাজার ৬৪০ টাকায়।

তবে সনাতন পদ্ধতির সোনার দাম অপরিবর্তিত থাকবে। রুপার দাম ভরি প্রতি ১ হাজার ৫০ টাকা অপরিবর্তিত থাকবে।

এর আগে ২৩ ডিসেম্বর সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে ছিল বাজুস। তবে জাতীয় সংসদ নির্বাচনের কারণে পরে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: