বন্ধ থাকবে বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক

মহামারি করোনাভাইরাসে প্রতিদিনই উদ্বেগজনক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে শর্তসাপেক্ষে ১০ মে থেকে দোকানপাট ও মার্কেট খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে চলমান এ পরিস্থিতির উন্নতি না হলে দেশের অন্যতম সেরা দুই শপিংমল বসুন্ধরা সিটি শপিংমল ও যমুনা ফিউচার পার্ক না খোলার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর (অ্যাকাউন্ট) শেখ আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ১০ মে থেকে দোকান ও শপিংমল খুলে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। বিষয়টি নিয়ে বসুন্ধরা সিটির ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, চলমান এ পরিস্থিতির উন্নতি না হলে আমরা শপিংমল খুলব না।

এদিকে করোনা প্রাদুর্ভাবের চলমান পরিস্থিতি উন্নতি না হলে জনস্বাস্থ্যের কথা বিবেচনায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল হিসেবে পরিচিত যমুনা ফিউচার পার্ক খোলা হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

টাইমস/এইচইউ

Share this news on: