যেসব নিত্যপণ্যের দাম কমবে

স্থানীয় পর্যায়ে সরবরাহের ক্ষেত্রে উৎসে আয়কর কর্তনের সর্বোচ্চ হার ৫ শতাংশ। এটি কমিয়ে ২ উৎসে কর ২ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফলে প্রস্তাবিত নতুন বাজেট অনুযায়ী নিত্য প্রয়োজনীয় পণ্য চাল, আটা, আলু, পেয়াজ, রসুন ইত্যাদির দাম কিছুটা কমতে পারে।

বৃহস্পতিবার ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উপস্থাপনকালে অর্থমন্ত্রী এই প্রস্তাব করেন। তিনি ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা টাকার প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপন করেন।

একইভাবে তিনি রসুন ও চিনি আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করার প্রস্তাব করেন।

নিত্যপণ্য ছাড়াও স্থানীয়ভাবে সংগৃহীত এম এস স্ক্রাপ সরবরাহের ওপর উৎসে আয়কর ৫ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করা প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

এছাড়া হাস-মুরগির খাদ্য উৎপাদনের জন্য ব্যবহৃত কাঁচামাল আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করার প্রস্তাব করেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: