কর দিতে যুবকদের আগ্রহ বেড়েছে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, এক সময় দেশের মাত্র সাত লাখ করদাতার কাছ থেকে আয়কর আদায় করা যেত। সেই সংখ্যা এখন বেড়ে ৩০ লাখের বেশি হয়েছে। কর দিতে সাধারণ মানুষের অনীহা ছিল। কিন্তু এখন অসংখ্য যুবক মেলায় এসে কর দিয়ে যাচ্ছে।

মঙ্গলবার রাজধানীর রমনায় অফিসার্স ক্লাব আঙ্গিনায় সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমানে দেশে এক কোটি মানুষ কর দেয়। আমাদের উন্নয়ন যেভাবে ধাবিত হচ্ছে, তাতে এক কোটি নিয়ে আমরা সন্তুষ্ট নই। এই এক কোটির সঙ্গে আরও কয়েক কোটি করদাতা এখানে যুক্ত হওয়া উচিত।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে জাতীয় রাজস্ব রোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, দেশে আয়কর দেওয়ার প্রবণতা বেড়েছে, কিন্তু তা এখনও জিডিপির ১০ শতাংশের কম। অথচ প্রতিবেশী দেশগুলোতে এই হার ১৫ শতাংশ।

Share this news on: