বাংলাদেশ-যুক্তরাষ্ট্র রুটে সরাসরি চলবে বিমান

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখন থেকে সরাসরি বিমান চলাচল করবে। এ লক্ষ্যে বুধবার দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলে আর কোনো বাঁধা থাকলো না।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ গণমাধ্যমকে বলেন, যুক্তরাষ্ট্রে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির সার্বিক বিষয় পরবর্তিতে জানিয়ে দেয়া হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিমান যোগাযোগ চালুর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা। দেশের বিভিন্ন এভিয়েশন সংস্থা মনে করছে, এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন এক নতুন দিগন্তের সূচনা করবে।

জানা গেছে, সুষ্ঠু বাণিজ্যিক পরিকল্পনার অংশ হিসেবে শাহজালাল বিমান বন্দরের ক্যাটাগরি পরিবর্তন করা গেলে যুক্তরাষ্ট্রের টরেন্টো ও নিউইয়র্ক রুটে সেবা চালু করা সহজ হবে। আর সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

 

টাইমস/এসএন

Share this news on: