৮ লাখ টাকার পোয়া মাছটি রপ্তানি হবে চীনে

কক্সবাজারের টেকনাফে জেলেরা সাড়ে ৩৪ কেজি ওজনের একটি ‘পোয়া মাছ’ ধরেছে। মঙ্গলবার জেলেদের জালে মাছটি ধরা পড়ে।

টেকনাফ উপজেলার মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, স্থানীয় জেলে আবদুল গণি তার সঙ্গীদের নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে যান। সেন্টমার্টিন দ্বীপ থেকে দেড় কিলোমিটার দূরে ফুলের কাপ নামক স্থানে একটি বড় পোয়া মাছ তাদের জালে ধরা পড়ে।

মহেশখালীর মাছ ব্যবসায়ী ইসহাক মাছটি আট লাখ টাকায় কিনেছেন। ইসহাক বলেন, মাছটি চীনে রপ্তানি করা হবে। হংকংয়ে এ মাছের বিশাল চাহিদা রয়েছে। ভালো দামও পাওয়া যাবে।

এদিকে মাছটি এক নজর দেখতে বিভিন্ন উপজেলা থেকে মানুষেরা দ্বীপে ভীড় করছেন।

Share this news on: