দক্ষিণাঞ্চলের উন্নয়নে মাস্টারপ্ল্যানের নির্দেশ প্রধানমন্ত্রীর

দক্ষিণাঞ্চলের অবকাঠামো উন্নয়নে মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। এছাড়া দেশে চলমান বিভিন্ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করার তাগিদ দেন তিনি।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। বৈঠকে ৩ হাজার ৯০৩ কোটি টাকা ব্যয়ে ৪টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, ২০২৫ সালের মধ্যে পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্ত করণ প্রকল্প। যাতে ২ হাজার ২৪২ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

এছাড়া চরখালী-তুষখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ, কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণসহ আরও দুটি সংশোধিত প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

এক হাজার ৫৭৫ কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক।

 

টাইমস/এসএন

Share this news on: