পাঁচ বছর ইলিশ রপ্তানি বন্ধ রাখবে সরকার

আগামী পাঁচ বছরের জন্য ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের চাহিদার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশের চাহিদা পূরণ করে তবেই বাইরে রপ্তানি করা হবে ইলিশ। আপাতত দেশের চাহিদার কথা মাথায় রেখে সরকার ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছে।

মৎস্যবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডফিশের তথ্য মতে, বিশ্বের মোট ইলিশের ৮৬ শতাংশ উৎপাদিত হচ্ছে বাংলাদেশে। ইলিশ উৎপাদনে দ্বিতীয় অবস্থানে ভারত, তৃতীয় স্থানে রয়েছে মিয়ানমার। এছাড়া ইরান, ইরাক, কুয়েত ও পাকিস্তানে উৎপাদন হচ্ছে বাকি ইলিশ।

ওয়ার্ল্ডফিশ, মৎস্য অধিদপ্তর ও মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পর্যবেক্ষণ বলছে, শুধু পরিমাণের দিক থেকেই নয়, আকৃতিতেও বাংলাদেশের ইলিশের ধারে-কাছে নেই অন্য কোনো দেশ।

 

টাইমস/এসএন

Share this news on: