মোটরসাইকেলের নিবন্ধন ফি কমে অর্ধেক

মোটরসাইকেলের নিবন্ধন ফি কমিয়েছে সরকার। ১০০ সিসি বা তার নিচের ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেলের নিবন্ধন কমিয়ে ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে ১০০ সিসি বা এর কম ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের মোটরসাইকেলের জন্য নিবন্ধন ফি ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগে একই ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের মোটরসাইকেলের জন্য নিবন্ধন ফি ছিল ৪ হাজার ২০০ টাকা।

এছাড়া ১০০ সিসির বেশি ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেলের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার টাকা। যা আগে ছিল ৫ হাজার ৬০০ টাকা।

শিগগির এই ফি কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: