১৭ মার্চ হচ্ছে না আন্তর্জাতিক বাণিজ্য মেলা

আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসর আগামী ১৭ মার্চ শুরু হওয়ার কথা থাকলেও আপাতত তা আর হচ্ছে না। রোববার সচিবালয়ে প্রদর্শনী কেন্দ্র হস্তান্তর অনুষ্ঠানে একথা জানান বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি ।

১৭ মার্চকে কেন্দ্র করে পূর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার প্রস্তুতি নেয়া হচ্ছিল।

বাণিজ্য মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী বলেছেন এটাকে একটু স্লো করার জন্য। আশা করি এ বছর একটা সময়ে মেলাটা করতে পারব। তবে পরবর্তীতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাগুলো পহেলা জানুয়ারিতেই শুরু হবে।

বাণিজ্য মন্ত্রী বলেন, ভবিষ্যতে সারা বছরই এখানে মেলা, বিভিন্ন পণ্য প্রদর্শনী, সোর্সিং প্রোগ্রাম হবে। পাশাপাশি বছরে দুবার নিজস্ব পণ্য প্রদর্শনী করবে চীন।

এছাড়া ভবিষ্যতে এই প্রদর্শনী কেন্দ্রের নাম ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার’ হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: