একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন

১২ হাজার ৪৬০ কোটি টাকা ব্যয়ের ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভায় মোট ১৩টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৪৬০ কোটি টাকা।

বিভিন্ন প্রকল্প অনুমোদনের পাশাপাশি কিছু প্রকল্প বাতিলও করা হয়েছে জানিয়ে তিনি বলেন, একনেকের এই সভায় ২ হাজার ২৭৩ কোটি ২১ লাখ টাকায় জেলা ও উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধাদের জন্য বহুতল ভবন নির্মাণের অনুমোদিত প্রকল্পটি প্রত্যাহার করা হয়েছে। তবে আরেকটি নতুন প্রকল্পের আওতায় ফ্ল্যাটের পরিবর্তে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বসতভিটায় বাড়ি করে দেবে সরকার।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on: