দুই দিনব্যাপী সাউথ এশিয়া এলপিজি সামিট

রাজধানীতে দুই দিনব্যাপী সাউথ এশিয়া এলপিজি সামিট-২০১৯ শুরু হচ্ছে রোববার। রোববার আন্তর্জাতিক কনভেনশন হল বসুন্ধরায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা।

আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এই সম্মেলনে প্রায় ২০০ জন বিদেশি প্রতিনিধি অংশ নেবেন। এতে ৮০টির বেশি স্থানীয় ও আন্তর্জাতিক খ্যাতনামা প্রতিষ্ঠান তাদের এলপিজি সম্পর্কিত সর্বশেষ প্রযুক্তি ও তথ্য প্রদান করবেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সামিট আয়োজনে সহযোগিতা করছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং এলপিজি অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এটি প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

৪ মার্চ সন্ধ্যা ৬টায় ওয়ার্ল্ড এলপিজি অ্যাসোসিয়েশনের পরিচালক ডেভিট টেইলরের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে এই সম্মেলন শেষ হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলপিজি সামিট সিঙ্গাপুরের পরিচালক নিয়েছা নি লিয়াথিয়ান, বিজনেস ডেভেলপমেন্ট গ্লোবাল ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেডের ম্যানেজার ইখতিয়ার হোসেন, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মাজাহারুল ইসলাম প্রমুখ।

 

টাইমস/এইচইউ

Share this news on: