আয়কর মেলায় সেবা নিয়েছেন ১৬ লাখ মানুষ

এবছরের আয়কর মেলায় কর সংক্রান্ত সেবা নিয়েছেন ১৬ লাখের বেশি মানুষ। মেলায় সবমিলিয়ে কর আদায় হয়েছে আড়াই হাজার কোটি টাকা। রিটার্ন জমা পড়েছে প্রায় পাঁচ লাখ।

সোমবার রাতে পাঠানো এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সপ্তাহব্যাপী এ মেলার শেষ দিন ছিলো সোমবার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেলার শেষ দিনে আয়কর আদায় হয়েছে ৫৬৯ কোটি ৫৫ লাখ ২৪ হাজার ৮৯২ টাকা। রিটার্ন জমা দিয়েছেন ৭৫ হাজার ৩৭৭ জন করদাতা। সেবা নিয়েছেন ২ লাখ ৬০ হাজার ৩২৭ জন।

এতে বলা হয়েছে, এবারের মেলায় গতবারের চেয়ে করের পরিমাণ বেড়েছে ১১ দশমিক ৩৫ শতাংশ। রিটার্ন জমা বেড়েছে ৪৫ শতাংশ। আর সেবার গ্রহনের পরিমাণ বেড়েছে ৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২২ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সকল কর অফিসে মেলার পরিবেশে মেলার মতই সকল কর সেবা প্রদান করা হবে। সেখানে করদাতারা রিটার্ন দাখিলসহ কর সংক্রান্ত সব সেবা পাবেন।

এবছর সারাদেশে অনলাইনে রিটার্ন দাখিল করেছেন ৩ হাজার ৭৭০ জন করদাতা এবং ই- পেমেন্টের মাধ্যমে ১ হাজার ১৬০ জন করদাতা ১ কোটি ৪৮ হাজার ৬৮৫ টাকা আয়কর প্রদান করেছেন।

 

Share this news on: