পাঁচ দিন বন্ধ থাকবে ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন

সিস্টেম আপগ্রেডের জন্য পাঁচদিন বন্ধ থাকবে বেসরকারি ডাচ-বাংলা ব্যাংকের সব ধরনের কার্যক্রম। ১৪ মার্চ বৃহস্পতিবার রাত ১২টা থেকে ১৯ মার্চ সকাল ৬টা পর্যন্ত সব ধরনের লেনদেন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ব্যাংকটি।

এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

এ ছাড়াও এসএমএসের মাধ্যমে বার্তাটি ব্যাংকটির গ্রাহকদের জানানো হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ (জনসংযোগ) ছগির আহমেদ।

বিজ্ঞপ্তি ও এসএমএসে বলা হয়েছে, সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সিস্টেম আপগ্রেড-এর জন্য আগামী ১৪ মার্চ, ২০১৯ দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ১৯ মার্চ, ২০১৯ সকাল ৬টা পর্যন্ত শাখা, এটিএম বুথ, পিওএস এবং এজেন্ট ব্যাংকিংসহ সকল প্রকার ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

ছগির আহমেদ বলেন, গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে ব্যাংকের সফটওয়্যার আপগ্রেড করার কাজ চলবে। ফলে মোট পাঁচদিন ব্যাংকের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

এরই মধ্যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এবং গ্রাহকদের এসএমসের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on: