ডাক বিভাগের ‘নগদ’ সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বিকালে গণভবনে তিনি এর উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেটও প্রকাশ করেন তিনি।

তৃণমূলের ব্যাংকিং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আর্থিক লেনদেনের বৈধ সুবিধা দিতেই ডাক বিভাগের এই ‘নগদ’ সার্ভিস। এই সার্ভিসের মাধ্যমে যে কেউ কম খরচে দ্রুত ও নিরাপদে আর্থিক লেনদেন করতে পারবেন। বিকাশ, রকেট, ইউক্যাশসহ বিদ্যমান মোবাইল ব্যাংকিং সেবাগুলোর চেয়ে কয়েকগুণ বেশি লেনদেন এবং ব্যালেন্স সীমা থাকবে এই সার্ভিসে।

নগদ অ্যাকাউন্ট কিভাবে খোলা যাবে?

আপনার এলাকার নিকটস্থ পোস্ট অফিসে গিয়ে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে। বাংলাদেশের প্রতিটি বিভাগ, জেলা, থানা, গ্রাম, ইউনিয়ন পর্যায়ে পোস্ট অফিস রয়েছে।

নগদ অ্যাকাউন্ট খুলতে কি কি লাগবে?

দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও দুই কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে নিকটস্থ পোস্ট অফিস বা অনুমোদিত নগদ এজেন্ট দোকানে গিয়ে অ্যাকাউন্ট করতে পারেন।

নগদ একাউন্ট সুবিধা কি?

নগদে অন্যান্য অনলাইন ব্যাংকের মতো অতিরিক্ত চার্জ নেই। এছাড়া নগদের লেনদেনের সীমা অন্য সবার থেকে বেশি।

ক্যাশ ইন: দৈনিক ২,৫০,০০০ টাকা; মাসিক ৩,০০,০০০ টাকা।

ক্যাশ আউট: দৈনিক ২,৫০,০০০ টাকা; মাসিক ৩,০০,০০০ টাকা।

সেন্ডমানি (P2P): দৈনিক ২,৫০,০০০ টাকা; মাসিক ৫,০০,০০০ টাকা।

প্রতিবার সর্বোচ্চ ৫০,০০০ টাকা লেনদেন করা যাবে।

 

 

টাইমস/এএস/এসআই

Share this news on: