ভোমরা স্থলবন্দরে ৯ মাসে রাজস্ব বেড়েছে ২০৪ কোটি টাকা

ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি ২০১৮-১৯ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত ৮৬৭ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৭৬৩ টাকা রাজস্ব আয় হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২০৪ কোটি ৪৩ লাখ টাকা বেশি।

বন্দর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে ভোমরা স্থলবন্দরে জুলাইয়ে ৬৪ কোটি ৮৬ লাখ টাকা, আগস্টে ৮৪ কোটি ৮৭ লাখ, সেপ্টেম্বরে ৫৮ কোটি ৬১ লাখ, অক্টোবরে ৮০ কোটি ৬২ লাখ, নভেম্বরে ১১১ কোটি ৫ লাখ, ডিসেম্বরে ১১৭ কোটি ২৭ লাখ, জানুয়ারিতে ১১৬ কোটি ৭৬ লাখ, ফেব্রুয়ারিতে ১৩৭ কোটি ৫৮ লাখ এবং মার্চে ১৩২ কোটি ১৪ লাখ টাকা রাজস্ব আয়ের মাসিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর বিপরীতে জুলাইয়ে ৪৭ কোটি ৬৪ লাখ, ৯৪ হাজার ১২৭ টাকা, আগস্টে ৬০ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৭০৩, সেপ্টেম্বরে ৮৮ কোটি ৪৩ লাখ ৯৪ হাজার ২৭৩, অক্টোবরে ৮৫ কোটি ২৬ লাখ ৫২ হাজার ৬৬০, নভেম্বরে ১০৮ কোটি ২৮ লাখ, ডিসেম্বরে ৬৭ কোটি ৩৩ লাখ, জানুয়ারিতে ১৪০ কোটি ৪৩ লাখ, ফেব্রুয়ারিতে ৯৭ কোটি ৫৩ লাখ ও মার্চে ১১৭ কোটি ৫৮ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে।

এর আগে ২০১৭-১৮ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত ৬৬২ কোটি ৯ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছিল।

এক বছরের ব্যবধানে ২০৪ কোটি ৪৩ লাখ টাকা রাজস্ব আয় বেড়ে দাঁড়িয়েছে ৮৬৭ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৭৬৩ টাকা। তবে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৯০৩ কোটি ৭২ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৬ কোটি ৩৯ লাখ টাকা কম।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, ভৌগোলিক দিক দিয়ে ভোমরা স্থলবন্দর বেশ সুবিধাজনক অবস্থানে আছে। দেশের অন্য যেকোনো বন্দরের তুলনায় কলকাতা থেকে এ বন্দরের দূরত্ব সবচেয়ে কম।

তিনি বলেন, নানা কারণে এ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। উচ্চশুল্কের পণ্য আমদানির সুযোগ দেয়া হলে বন্দরের রাজস্ব আয় বাড়বে।

ভোমরা শুল্কস্টেশনের কাস্টমসের বিভাগীয় সহকারী কমিশনার নেয়ামুল হাসান বলেন, গত অর্থবছরের তুলনায় রাজস্ব বেড়েছে ২০৪ কোটি ৪৩ লাখ টাকা। তবে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। লক্ষ্যমাত্রা পূরণে যে ঘাটতি আছে, আশা করি অর্থবছরের বাকি তিন মাসে তা কাটিয়ে ওঠা যাবে।

১৯৯৬ সালের ১৫ মে শুল্কস্টেশন হিসেবে যাত্রা করে ভোমরা স্থলবন্দর। ওই সময় এ বন্দর দিয়ে ২১টি পণ্য আমদানির অনুমতি দেয়া হয়। ২০১০ সালে এ তালিকায় আরো ২৬টি পণ্য যুক্ত হয়। ২০১৮ সালের অক্টোবরে জাতীয় রাজস্ব বোর্ড ভোমরা বন্দরে নতুন ৩১টি পণ্য আমদানি-রফতানির অনুমোদন দিলে আমদানি-রপ্তানিকৃত পণ্যর সংখ্যা দাঁড়ায় ৭৮ এ। তবে চাল, পেঁয়াজ, আপেল, মাছসহ ২০টির মতো পণ্য বেশি আমদানি-রপ্তানি হয় এই বন্দর দিয়ে।

 

টাইমস/এমএএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
রেমিট্যান্স উন্নয়নের মূল চালিকা শক্তি : সমাজকল্যাণমন্ত্রী Apr 18, 2024
img
ফের বাড়ল স্বর্ণের দাম, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা Apr 18, 2024
img
গবেষণায় বাংলাদেশে বিক্রি হওয়া শিশুখাদ্য সেরেলাক নিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য Apr 18, 2024
img
আ.লীগের এমপি-মন্ত্রীর সন্তান-স্বজনদের উপজেলা নির্বাচন করতে মানা Apr 18, 2024
img
আইপিএল থেকে ডাক পেয়েও যে কারণে যেতে পারেননি শরিফুল Apr 18, 2024
img
রাত পোহালেই শিল্পী সমিতির নির্বাচন, কে লড়ছেন কার বিপক্ষে Apr 18, 2024
img
লিটারে ৪ টাকা বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Apr 18, 2024
img
মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান : পররাষ্ট্রমন্ত্রী Apr 18, 2024
img
অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশের মানুষের জন্য কোনো কাজ করেনি: প্রধানমন্ত্রী Apr 18, 2024
img
ব্যবসায়ী নাসিরের মামলা : পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি Apr 18, 2024