৬৯৯০ টাকায় আইটেলের নতুন স্মার্টফোন

ট্রানশান বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড আইটেল বাজারে এনেছে তাদের নতুন ডুয়াল স্ট্যান্ডবাই ফোরজি স্মার্টফোন আইটেল এ৪৬। সাশ্রয়ী মূল্যের এই স্মাটফোনটির দাম ধরা হয়েছে ৬ হাজার ৯৯০ টাকা।

ফোনটিতে ২ জিবি র‌্যাম, ১৬ জিবি রম এবং ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর রয়েছে। ছবির জন্য ফোনটিতে ৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরাসহ ডুয়াল এআই ক্যামেরা রয়েছে। বিশেষ ফিচার হিসেবে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির ফেস আনলক সুবিধা, কাস্টমাইজড মাল্টি- ফাংশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রযুক্তিসহ এমন আরও অনেক দারুণ সব ফিচার।

৫.৫ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ফুলস্ক্রিন ডিসপ্লে। ফোনটি অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেমে চলবে।

ডুয়াল স্ট্যান্ডবাই নেটওয়ার্ক সমর্থন করার ফলে দুইটি সিমেই ফোরজি কানেকশনের সুবিধা পাওয়া যাবে।

ট্রান্সশান বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, ‘ফোরজি ফোনের চাহিদার কথা মাথায় রেখেই সর্বাধুনিক প্রযুক্তির ফোন বাজারে আনা হয়েছে। এটি ক্রেতাদের পছন্দ হবে বলে আশা করছি।’

 

টাইমস/এএইচ

Share this news on: