টেলিযোগাযোগ খাতে কর প্রত্যাহারের দাবি

বাজেটে টেলিযোগাযোগ শিল্প সংশ্লিষ্ট খাতে নতুন করে কর ও শুল্কের প্রস্তাব প্রত্যাহার করার দাবি জানিয়েছেন মোবাইল ফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

গণসংহতি আন্দোলনের সভাপতি জোনায়েদ সাকি বলেন, সম্পূরক শুল্ক ও সিম করের এই বৃদ্ধি দেশে ডিজিটাল বাংলাদেশ গড়াকে বাধাগ্রস্ত করবে।

লিখিত বক্তব্যে অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, বাজেটে মোবাইল টেলিযোগাযোগ শিল্প সংশ্লিষ্ট খাতে যেসব কর আরোপ করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। এমন শুল্কারোপ করলে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন কঠিন হবে। এই খাতে বিনিয়োগকারীরা উৎসাহ হারাবে।

তিনি বলেন, প্রস্তাবিত কর ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে মোবাইল টেলিযোগাযোগ খাত একটি বড় হোঁচট খাবে।

প্রস্তাবিত বাজেটে ফোন সিম কার্ডের মাধ্যমে প্রদান করা সেবার ওপর সম্পূরক শুল্ক ৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ১০ শতাংশ করা হয়েছে। এ ছাড়া সিমের ওপর কর ১০০ টাকা থেকে বৃদ্ধি করে ২০০ টাকা করা হয়েছে।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: