এক লাখ ২৭ হাজার কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিরা চলতি অর্থবছরে মে মাস পর্যন্ত ১৫ হাজার ৫৯ মিলিয়ন মার্কিন ডলার(বাংলাদেশি মুদ্রায় এক লাখ ২৭ হাজার ২৬২ কোটি টাকা) রেমিট্যান্স পাঠিয়েছে। যা গত অর্থবছরের এই সময়ের তুলনায় ১ হাজার ৪৬২ মিলিয়ন ডলার বেশি।

সরকারি দলের সদস্য মো. আনোয়ারুল আজীমের এক প্রশ্নের জবাবে শনিবার এ তথ্য জানান অর্থমন্ত্রী।

সাংসদ মোরশেদ আলমের অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, চলতি ২০১৮-১৯ অর্থবছরে গত মে পর্যন্ত দাতাদেশ/ সংস্থাসমূহের কাছ থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সর্বমোট ৫ হাজার ২১৩ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার পাওয়া গেছে। যার মধ্যে ঋণবাবদ ৪ হাজার ৯৭৪ দশমিক ৪৯ মিলিয়ন মার্কিন ডলার এবং অনুদান-বাবদ ২৩৮ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার পাওয়া গেছে।

 

টাইমস/এসআই

Share this news on: