ছয় মিউচুয়াল ফান্ডের মেয়াদ বাড়ল  

শেয়ারবাজারে তালিকাভুক্ত ছয় মিউচুয়াল ফান্ডের ১০ বছর করে মেয়াদ বাড়ানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট এই ফান্ডগুলোর সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে বৃহস্পতিবার বিনিয়োগকারীদের এ তথ্য জানানো হয়েছে।

যে ছয় ফান্ডের মেয়াদ বাড়ানো হয়েছে এদের মধ্যে রয়েছে- ডিবিএইচ ফার্স্ট ফান্ড, গ্রিন ডেল্টা ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ ওয়ান, এআইবিএল ফার্স্ট ইসলামিক, এমবিএল ফার্স্ট ফান্ড এবং এনসিসিবিএল ফান্ড-ওয়ান।

এর মধ্যে এনসিসিবিএল ফান্ড- ওয়ানের ১০ বছর মেয়াদ বাড়িয়ে ২০৩২ সালের ২৩ মে পর্যন্ত করা হয়েছে। এআইবিএল ফার্স্ট ইসলামিক ফান্ডের মেয়াদ করা হয়েছে ২০৩১ সালের ৯ জানুয়ারি।

তাছাড়া গ্রিন ডেল্টা ফান্ডের ২০৩০ সালের ২৭ সেপ্টেম্বর, ডিবিএইচ ফার্স্ট ফান্ডের ২০৩০ সালের ৬ ফেব্রুয়ারি, এলআর গ্লোবাল বাংলাদেশ ওয়ানের মেয়াদ ২০৩১ সালের ১৮ সেপ্টেম্বর এবং এমবিএল ফার্স্ট ফান্ডের ২০৩১ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: