অনাগ্রহের শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স

গত সপ্তাহে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি শীর্ষ স্থানটি দখল করেছে। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় গত সপ্তাহে দাম কমেছে। এতে কোম্পানিটির শেয়ারের দামে বড় ধরনের পতন হয়েছে।

এদিকে দাম কমে যাওয়ার কারণে বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করে দেন। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ২ লাখ ২৪ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ৫ কোটি ৪৪ হাজার টাকা।

অপরদিকে শেয়ারের দাম কমেছে ২৮ দশমিক ৭০ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৯ টাকা ৭০ পয়সা।

সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৪ টাকা ১০ পয়সায়, যা তার আগের সপ্তাহ শেষে ছিল ৩৩ টাকা ৮০ পয়সা।

২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এই সাধারণ বীমা কোম্পানিটি লাভের অংশের ক্ষেত্রে বোনাস শেয়ার নির্ভরশীল। বছরের পর বছর ধরে শেয়ার হোল্ডাররা কোম্পানিটি থেকে লভ্যাংশ হিসেবে শুধু বোনাস শেয়ার পাচ্ছেন।

২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত কোম্পানিটি প্রতি বছর শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ করে বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে।

তবে সম্প্রতি কোম্পানিটির লভ্যাংশের পরিমাণ কমে এসেছে। ২০১৭ সালে ৫ শতাংশ এবং ২০১৬ সালে ৭ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

ডিএসইর তথ্য অনুযয়ী, কোম্পানিটির মোট শেয়ারের ৩৫ দশমিক ৭১ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ৪৯ দশমিক ৯২ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ১৪ দশমিক ৩৭ শতাংশ শেয়ার।

গ্লোবাল ইন্স্যুরেন্সের পরেই গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় ছিল ভিএফএস থ্রেড ডাইং। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৬ দশমিক ১১ শতাংশ। এর পরেই রয়েছে তুং হাই নিটিং অ্যান্ড ডাইং। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৫ দশমিক ৭৯ শতাংশ।

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা জেনারেশন নেক্সট ফ্যাশনের ১৫ দশমিক ৬৯ শতাংশ, ফ্যামেলি টেক্স’র ১৫ দশমিক ৩৮ শতাংশ, আইসিবি ইসলামী ব্যাংকের ১৫ শতাংশ, কপারটেক ইন্ডাস্ট্রিজের ১৪ দশমিক ৭৪ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ১৪ দশমিক ১৬ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ১৩ দশমিক ৮৯ শতাংশ এবং অ্যাপোল ইস্পাতের ১৩ দশমিক ৮৫ শতাংশ দাম কমেছে।

 

টাইমস/টিআর/এসআই

 

Share this news on:

সর্বশেষ

img
দূষণের কারণে বছরে পৌনে ৩ লাখ বাংলাদেশির মৃত্যু Mar 28, 2024
img
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ এখন কত, জানালো বাংলাদেশ ব্যাংক Mar 28, 2024
img
প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত Mar 28, 2024
img
বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ Mar 28, 2024
img
জাহাজসহ জিম্মি নাবিকদের উদ্ধারে সরকার অনেক দূর এগিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী Mar 28, 2024
img
ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, ৮৯.৯৩ শতাংশ ফেল Mar 28, 2024
img
একনেকে ৮ হাজার ৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন Mar 28, 2024
img
রাজসিক সংবর্ধনায় দায়িত্ব নিলেন বিএসএমএমইউ'র নতুন উপাচার্য Mar 28, 2024
img
রোদে পোড়া ত্বকের যত্নে হলুদের ঘরোয়া প্যাক Mar 28, 2024
img
শহরের চেয়ে গ্রামে বিয়ে-তালাক বেশি Mar 28, 2024