গণধর্ষণের দায়ে গায়কের ছয় বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার পপ তারকা জুং জুন-ইয়ং। বিশ্বব্যাপী তিনি একজন পপ শিল্পী হিসেবে বেশ পরিচিত। শুক্রবার সিউল কেন্দ্রীয় জেলা আদালত গণধর্ষণের অপরাধে তাকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন।

একই অপরাধে তার আরেক সঙ্গী সুরকার চুই জং-হুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

আদালতে এই রায় ঘোষণার পর দুজনেই কান্নায় ভেঙে পড়েন। এছাড়া তাদের দুজনকেই যৌন সহিংসতা বন্ধে চিকিৎসার জন্য ৮০ ঘণ্টার কাউন্সেলিংয়ে অংশ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

 

এফটি আইল্যান্ড ব্যান্ডের সাবেক পপ তারকা জুং জুন-ইয়ং। ২০১৬ সালে প্রথম গণধর্ষণের দায়ে অভিযুক্ত হয়েছিলেন তিনি। দুটি ভিন্ন অনুষ্ঠানে ভিন্ন দুই নারীকে ধর্ষণের প্রমাণ মিলেছে তার বিরুদ্ধে।

শুধু তা-ই নয়, মাতাল ও অচেতন ওই দুই নারীকে ধর্ষণের ভিডিও ধারণ করেছেন জুং জুন-ইয়ং।

এরপর চলতি বছরের মার্চে শিল্পী ভিডিওটি শেয়ার করেছেন ব্যক্তিগত একটি অনলাইন গ্রুপে। সেখান থেকে ওই ভিডিও ছড়িয়ে পড়লে পুলিশ গ্রেপ্তার করে তরুণদের ‘আইকন’ এই সংগীতশিল্পী ও গীতিকারকে। এরপর থেকে পুলিশের আওতায় ছিলেন তারা।

 

টাইমস/জেকে/এইচইউ

Share this news on: