দেশে ফিরেই নোবেলের হবেন পূর্ণিমা!

চিত্রনায়িকা পূর্ণিমা। বর্তমানে মা ও মেয়েকে নিয়ে ওমরাহ পালনে সৌদিতে অবস্থান করছেন তিনি। জানা গেছে, এরই মধ্যে তিনজনই মিলে ওমরাহ পালন করেছেন।

এদিকে বৃহস্পতিবার রাতে পূর্ণিমা দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে নিজের ফেসবুক মেসেঞ্জারে এমন তথ্য দিয়েছেন তিনি। জানিয়েছেন, বৃহস্পতিবার দেশে ফিরে আসছি।

এর আগে, নিজের ফেসুবক ওয়ালে মক্বা শরীফের ছবি শেয়ার করেছেন পূর্ণিমা। ছবির ক্যাপশনে লিখেছেন– ‘আল্লাহু আকবার’।

একসময় গুঞ্জন উঠেছিল পূর্ণিমা আর অভিনয় করবেন না। মেসেঞ্জারে নায়িকার কাছে জানতে চাওয়া হয়, দেশে ফিরে আর অভিনয় করবেন কিনা? পূর্ণিমা বলেন, দেশে ফিরেই ‘মেঘ বলেছে যাব’ শিরোনামের একটি নাটকের কাজ শুরু করবো আমি। এই নাটকে প্রথমবার নোবেলের নায়িকা হবো।

জানা গেছে, ‘মেঘ বলেছে যাব’ নাটকটি রচনা করছেন মেহরাব জাহিদ। এটি পরিচালনা করছেন শেখ সেলিম। রাজধানীর বিভিন্ন লোকেশনে চলতি মাসের শেষ প্রান্তে নাটকের শুটিং হবে।

পরিচালক জানিয়েছেন, নাটকটিতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে পূর্ণিমা-নোবেলকে।

আগামী ঈদের জন্য নাটকটি নির্মাণ করা হচ্ছে বলেও জানিয়েছেন শেখ সেলিম।

 

টাইমস/জেকে

Share this news on: