বাবা বললেন ‘ছেলে ও তার স্ত্রী’ করোনায় আক্রান্ত, ছেলের ‘না’

বাংলাদেশি চিত্রনায়ক কাজী মারুফ। শনিবার থেকে তাকে নিয়ে একটি খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কাজী মারুফ ও তার স্ত্রী।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছিলেন মারুফের বাবা ঢাকাই সিনেমার খ্যাতিমান নির্মাতা কাজী হায়াৎ।

তিনি বলেছিলেন, আমার ছেলে কাজী মারুফ ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। হাসপাতালে জায়গা হচ্ছে না বলে ওরা বাসাতেই চিকিৎসা নিচ্ছে। ওদের জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।

এদিকে কাজী হায়াতের দেয়া সংবাদটি গণমাধ্যমে আসার সাথে সাথেই ভাইরাল হতে থাকে। ঘটনাটি নজর কাড়ে ছেলে কাজী মারুফের।

এই প্রসঙ্গে কাজী মারুফ নিউইয়র্ক থেকে গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি ও তার স্ত্রী কেউই করোনাভাইরাসে আক্রান্ত না।

তিনি জানান, শনিবার মধ্যরাতের পর থেকে জ্বরে আক্রান্ত হয়েছেন মারুফ ও তার স্ত্রী। তবে এটি করোনাভাইরাসের আক্রমণ নয়।

বিষয়টি নিয়ে কাজী মারুফ গণমাধ্যমকে আরও বলেন, আমরা ভালো আছি। বাবা জ্বরের সংবাদ শুনে উদ্বিগ্ন হয়ে এসব বলেছেন। আমাদের তেমন কিছু হয়নি।

প্রসঙ্গত, ২০০২ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘ইতিহাস’ সিনেমায় অভিনয় দিয়ে কাজী মারুফ তার চলচ্চিত্র জীবন শুরু করেন। প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন এ অভিনেতা। এরপর আরো বেশ কিছু সিনেমা উপহার দিয়েছেন কাজী মারুফ। ক্যারিয়ারের শুরুর দিকে বাবা কাজী হায়াৎ পরিচালিত ছবিগুলোতে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন এ অভিনেতা।

 

টাইমস/জেকে

Share this news on: