মৌসুমীর নামে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক

চিত্রনায়িকা মৌসুমী। তার নামে কে বা কারা একটি ফেসবুক আইডি খুলেছেন। আর সেই আইডি দিয়ে ভক্তদের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র।

গণমাধ্যমে এই অভিযোগটি করেছেন তার স্বামী অভিনেতা ওমর সানী। মঙ্গলবার দুপুরে প্রথম এমন অভিযোগ দেন ওমর সানী।

তিনি বলেন, মৌসুমীর নামে ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খোলাসহ একটা আইডি হ্যাক করে নিয়ে প্রতারণা চালিয়ে যাচ্ছেন প্রতারকরা। আর ওই আইডিগুলোর মাধ্যমে যারা প্রতারিত হচ্ছেন তারা আমাকে ওই আইডিগুলোসহ অভিযোগ করছেন। তবে তারা যে আইডিগুলো আমাকে দিয়েছেন সবগুলোই ফেক। কিন্তু ওই আইডিগুলোর মাধ্যমে ভক্তদের কাছে মৌসুমী সেজে টাকা হাতিয়ে নিচ্ছে তারা।

ওমর সানী আরও বলেন, এই সকল প্রতারকদের জন্য মৌসুমীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই তার ভক্তদের বলবো আপনারা কোনোভাবেই প্রতারিত হবেন না। মৌসুমী নামে টাকা আদায়ের যে আইডিগুলো আছে সেগুলো ভুয়া।

সানী জানান, করোনার মধ্যে ঈদকে সামনে রেখে প্রতারকরা মৌসুমীর নাম ব্যবহার করে ফাঁদ পেতেছে। এই ফাঁদে অনেকে পড়েছেন।

এর আগে আপনাদেরকে আমি জানিয়েছি, মৌসুমীর আইডি ও পেজের মাধ্যমে প্রতারণা করা হচ্ছে। তাই তাদেরকে সাবধান করছি যেন প্রতারণার শিকার না হন।

এদিকে শিগগির ওইসকল ফেক আইডি ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওমর সানী।

 

টাইমস/জেকে

Share this news on: