পরপারে ইরফান খান, পাল্টে গেলো গ্রামের নাম!

গত সপ্তাহে বলিউড সুপারস্টার ইরফান খান হার মানেন ক্যান্সারের কাছে। প্রায় দুই বছর এই রোগের সঙ্গে যুদ্ধ করে অবশেষে মারা যান তিনি।

তবে নায়কের প্রয়াণে এপারে পুরোপুরি বদলে যাচ্ছে একটি গ্রামের নাম। ভারতের মহারাষ্ট্রের লগতপুরী গ্রামে কোনো সিনেমা হল নেই। কিন্তু সেখানকার লোকজন প্রায় ৩০ কিলোমিটার দূরে যান শুধু ইরফান খানের ছবি দেখবেন বলে। অবশেষে সেই নায়কের মৃত্যুতে গ্রামের নাম হতে চলেছে ‘হিরো-চি-ওয়াদি’।

এদিকে ওই গ্রামের (লগতপুরী) শতাধিক ছাত্রছাত্রীর পরিবারই কৃতজ্ঞ ইরফানের কাছে। বহু গরিব পরিবারকে নানাভাবে উপকার করেছেন তিনি। দরিদ্র শিক্ষার্থীদের দিকে নিরবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। তার এই অবদানের কথা মাথায় রেখে নিজেদের গ্রামের নাম বদলে দিলো গ্রামবাসী।

এদিকে মারাঠি ভাষায় রাখা নতুন নাম ‘হিরো-চি-ওয়াদি’ মানে হিরোর প্রতিবেশী।

গ্রামটির এক নেতা জানান, যখনই প্রয়োজন হয়েছে, ইরফান ভাই আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন। স্কুলের পরিকাঠামোর উন্নতি সাধনে সাহায্য করেছেন।

এমনকি শিক্ষার্থীদের নতুন বই কিনে দিয়েছেন। তিনি আমাদের অভিভাবকের মতো। তাই গ্রামের নাম বদলে দিয়ে নায়কের প্রতি শ্রদ্ধা জানাতে চাই আজীবনের মতো।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ