স্বপ্নের নায়ক সালমান শাহ’র জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। সবার প্রিয় নায়ক সালমান শাহ’র জন্মদিন। বেঁচে থাকলে আজ তিনি ৫০ বছরে পা রাখতেন। ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় এ নায়কের ফিল্মি জীবন যেন সফলতার আরেক নাম।

অল্প কয়দিনেই দেশের সিনেমাপাড়ায় যুবরাজ হিসেবে আবির্ভূত হন নায়ক সালমান শাহ। ভক্তরা ভালোবেসে নানারকম উপাধিতে ভূষিত করেছিলেন তাকে। কেউ বলতেন ঢাকাই সিনেমার মহানায়ক, কারও কাছে তিনি ছিলেন যুবরাজ, আবার কেউ তাকে বলতেন চির সবুজ নায়ক।

মা-বাবার অতি আদরের সন্তান সালমান শাহ’র ডাক নাম ছিল ইমন। বন্ধু-বান্ধবরাও তাকে ইমন নামেই ডাকতো। নব্বই দশকের সেরা এ চিত্রনায়ক ছিলেন এক জাদুকর নায়ক। নানা নামেই তাঁর খ্যাতি ছিল। পরিচিতি ছিল।

তবে সব কিছুর ওপরে তিনি খ্যাতি পেয়েছিলেন স্বপ্নের নায়ক হিসেবে। এই নামের পেছনেও রয়েছে সালমান শাহ’র সফলতার গল্প। ‘স্বপ্নের নায়ক’ সিনেমার পর থেকেই তিনি কোটি প্রাণের স্বপ্নের নায়কে পরিণত হন। সালমান শাহ যে সিনেমাতেই কাজ করতেন, সে সিনেমাই তখন সুপার-ডুপার হিট হতো। সালমান শাহ’র এমন একটা সিনেমাও নেই, যেটা ফ্লপ হয়েছে।

ক্ষণজন্মা এ মহানায়কের জন্য বলতেই হবে- ‘তিনি আসলেন, দেখলেন, জয় করলেন।’

আজ এ মহানায়কের জন্মদিন। প্রতিবছরই সালমান শাহ’র জন্মদিন আড়ম্ব করে উদযাপিত হয়। এবছরও আয়োজন করা হয়েছে। এফডিসিতে সালমান শাহ’র জন্মদিনের কেক কাটা হবে। এটাও একটা রেকর্ড। এর আগে কখনো এফডিসিতে কোনো নায়কের জন্মদিন এত দীর্ঘ দিন ধরে উদযাপিত হয়নি।

এই দিনটি সালমান ভক্তরা আনন্দ উৎসবের মধ্যদিয়ে উদযাপন করেন। অনেকেই সালমানের আদলে হ্যাড পরেন। কেউ কেউ সালমানের মত চুলের কাটিং, বাইক ও কার ব্যবহার করেন। এসব দেখে বোঝাই যায় সালমান এখনো কোটি মানুষের হৃদয়ে। তিনি বেঁচে থাকবেন মানুষের অন্তরে।

সালমান শাহ প্রসঙ্গে নায়িকা মৌসুমি বলেন, সালমান কেবল আমার প্রথম সিনেমার নায়ক ছিলেন না, সালমান ছিলেন আমার ছেলেবেলার বন্ধু। জীবনের প্রথম স্কুলে একসঙ্গে পড়েছি। অনেক পরে এসে তার প্রথম সিনেমার নায়িকা হয়েছি। কাজেই শুধু জন্মদিন নয়, সব সময় মনে পড়ে সালমানকে। সালমান বাংলা সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র। যা দুরে গিয়েও আলো দিয়ে যাবে।
সালমান শাহ’র নানাবাড়ি সিলেট শহরে। সেখানেই তাঁর জন্ম। সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় নানাবাড়িতে আজও রয়েছে সালমান শাহ’র নানারকম ছবি। জন্মদিনে ভক্তরা ওই বাড়িতে ভিড় করেন। সালমানের ছবি দেখে নায়ককে স্মরণ করেন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড় : দুই তারকা ক্রিকেটারসহ অনুপস্থিত পাঁচ Apr 20, 2024
img
তীব্র তাপদাহে পুড়ছে দেশ, যশোরে রেকর্ড তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি Apr 20, 2024
img
লেবুপানি খাবেন যে কারণে Apr 20, 2024
img
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২.৩, হিট স্ট্রোকে একজনের মৃত্যু Apr 20, 2024
img
সর্বোচ্চ বাড়িয়ে কমল স্বর্ণের দাম Apr 20, 2024
img
উপজেলা নির্বাচনকালে আ.লীগের সব রকম কমিটি গঠন ও সম্মেলন বন্ধ : কাদের Apr 20, 2024
img
যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন : ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৭ Apr 20, 2024
img
পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ২৭ বস্তা টাকা Apr 20, 2024
img
মালয়েশিয়ায় শোষণের শিকার বাংলাদেশি শ্রমিকরা : জাতিসংঘ Apr 20, 2024
img
শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল Apr 20, 2024