অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়িকা বুবলী, গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীকে গাড়ি চাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বুবলী জানিয়েছেন, তৃতীয়বারের মতো তাকে গাড়ি চাপা দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে।

অভিনেত্রী বুবলী গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার রাতে যখন একটি কালো গ্লাসঘেরা গাড়ি আমার গাড়িকে সরাসরি আঘাত করার চেষ্টা করে। আমি তখনই বুঝে ফেলি কিছু একটা ঘটানোর চেষ্টা চালানো হচ্ছে। আমি এখনও ট্রমার মধ্যে আছি। আমার গা শিউরে উঠছে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে বুবলী গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার রাতে আমি বাড়ি ফিরছিলাম। সতর্কভাবেই বাড়িতে করে ফিরছিলাম। যেই বাড়ির রাস্তায় ঢুকেছি, ঠিক তখনই একটা থেমে থাকা গাড়ি আমার গাড়িকে সজোরে ধাক্কা দেয়ার জন্য ছুটে আসে। অবস্থা বুঝে আমার গাড়ির চালক তাৎক্ষনিক ব্রেক করে গাড়ি থামিয়ে দেয়। পরিস্থিতি এমন হয়েছিল যে, আমি কি করবো বুঝতে পারছিলাম না। এর আগে দুইদিন একই রকম ঘটনা আমার সঙ্গে ঘটেছে। গতকাল রাতের ঘটনার পর আমার মনে হচ্ছে, আমাকে হত্যা করার জন্যই কেউ এধরণের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বুবলী নিজের আশঙ্কার কথা জানিয়ে বলেন, আমি যদি আজ এটা না বলি- তাহলে দেখা গেল গাড়ি দুর্ঘটনায় মারা গেলাম। সড়ক দুর্ঘটনায় মৃত্যু বলে মিডিয়ায় খবর চলে আসবে। কিন্তু এর পেছনে যে ষড়যন্ত্র থাকতে পারে, তা হয়তো অজানাই থেকো যেতো। তাই আমি গণমাধ্যমের সামনে আমার আশঙ্কার কথা জানাতে চেয়েছি। ভেবেছিলাম ফেসবুকে লিখে সবাইকে জানাবো। কিন্তু আমার কাছে মনে হয়েছে, গণমাধ্যমে কথা বলাটাই আমার জন্য সবচেয়ে ভালো হবে। আমি চাই না, এমন ভয়ঙ্কর ঘটনা আর কারও সঙ্গে ঘটুক।

বুবলী আরও বলেন, গত চার-পাঁচদিন আমি ‘চোখ’ নামে একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলাম। যথারীতি শুটিং শেষে রাতে বাসায় ফেরার পথে একটি গাড়ি আমার গাড়িকে লক্ষ্য করে ছুটে আসে। গাড়িটির সামনে গ্লাসও কালো পেপারে মোড়ানো ছিল। বিষয়টি ভয়ঙ্কর ও আতঙ্কের।

ঢালিউডের এই নায়িকা আরও বলেন, এ ঘটনায় আমি আইনগত ব্যবস্থা নেব। কারণ কেউই আইনের ঊর্ধ্বে নয়। তারপরও আল্লাহ আছেন, তিনি সবই দেখছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, নতুন নির্দেশনা দিলো শিক্ষা মন্ত্রণালয় Apr 25, 2024
img
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম Apr 25, 2024
img
চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ Apr 25, 2024
img
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের Apr 25, 2024
img
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত শনিবার: শিক্ষা প্রতিমন্ত্রী Apr 25, 2024
img
ফ্যাটি লিভারের সমস্যা প্রতিরোধে জীবনযাপনে আনুন ৫ পরিবর্তন Apr 25, 2024
img
নেতানিয়াহুর পদত্যাগ দাবি করলেন ন্যান্সি পেলোসি Apr 25, 2024
img
উপজেলা নির্বাচন ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি Apr 25, 2024
img
শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি Apr 25, 2024
img
যুদ্ধ কখনো কোনো সমাধান দিতে পারে না : প্রধানমন্ত্রী Apr 25, 2024