চিরনিদ্রায় শায়িত শাহনাজ রহমতুল্লাহ  

প্রখ্যাত সংগীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহর দাফন সম্পন্ন হয়েছে।

রোববার দুপুরে বনানীতে সামরিক বাহিনীর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

এ সময় স্বামী আবুল বাশার রহমতুল্লাহ ছাড়াও শিল্পীর আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।

এর আগে বাদ জোহর শাহনাজ রহমতুল্লাহর জানাজা হয় বারিধারার ৯ নম্বর রোডের পার্ক মসজিদে।

শনিবার রাত সাড়ে ১১টায় বারিধারায় নিজ বাসায় শ্বাসকষ্টজনিত সমস্যায় শাহনাজ রহমতুল্লাহ মারা যান। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। স্বামী মেজর (অব.) আবুল বাশার রহমতুল্লাহ ব্যবসায়ী, মেয়ে নাহিদ রহমতুল্লাহ থাকেন লন্ডনে আর ছেলে এ কে এম সায়েফ রহমতুল্লাহ যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করে এখন কানাডায় থাকেন।

১৯৫৩ সালে জন্মগ্রহণ করা শাহনাজ রহমতুল্লাহ ১০ বছর বয়স থেকেই গান শুরু করেন। প্রায় সেই বয়সেই গান করেন চলচ্চিত্র, টেলিভিশন আর বেতারে।

গজলসম্রাট মেহেদি হাসানের শিষ্য হয়েছিলেন তিনি। বাংলাদেশের দেশাত্মবোধক গানের দিকটা ধরতে গেলে সবার আগেই চলে আসে শাহনাজ রহমতুল্লাহর নাম। তার ভাই আনোয়ার পারভেজ ছিলেন সুরকার, তার আরেক ভাই চিত্রনায়ক জাফর ইকবালও করতেন গান।

 

টাইমস/জেডটি

Share this news on: