বিজেপিতে যোগ দিলেন সানি দেওল

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি(বিজেপি)-তে যোগ দিলেন বলিউড অভিনেতা সানি দেওল।

শুক্রবার দিল্লিতে বিজেপির সভাপতি অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন সানি। তখন থেকেই তার বিজেপিতে যোগ দেয়া নিয়ে জল্পনা চলছিল। এরপর মঙ্গলবার দুপুরে দিল্লিতে তাকে দলে স্বাগত জানান কেন্দ্রীয়মন্ত্রী নির্মলা সীতারমণ এবং পীযূষ গয়াল।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা অটলবিহারী বাজপেয়ির আমলে বিজেপিতে যোগ দিয়েছিলেন সানি দেওলের বাবা ধর্মেন্দ্র। ২০০৪-এ রাজস্থানের বিকানের থেকে এমপিও নির্বাচিত হন তিনি। বাবাকে দেখে অনুপ্রাণিত হয়েই বিজেপিতে যোগদান করার সিদ্ধান্ত নেন বলে দিল্লিতে জানান সানি দেওল।

সানি বলেন, ‘আমার বাবা অটলজিকে সমর্থন করতেন। তার সঙ্গে কাজও করেছিলেন। তাই মোদিজির সমর্থনে এগিয়ে এসেছি আমি। আগামী পাঁচ বছরও উনাকে প্রধানমন্ত্রী দেখতে চাই। তবে আমার কাজই কথা বলবে।’

বর্ডার, গদর: এক প্রেম কথা’র মতো ছবিতে অভিনয় করে এককালে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন সানি দেওল।

সানি দেওল অভিনীত ‘মহল্লা আশি’ ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে। এই ছবিতে অযোধ্যার রাম মন্দিরের করসেবকের চরিত্রে দেখা যায় তাকে। তার সেই জাতীয়তাবাদী ভাবমূর্তিটাকেই বিজেপি ব্যবহার করতে চাইছে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।

সানি দেওলের বিজেপির সদস্যপদ গ্রহণ করার পর প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণের বক্তব্যেও এমন ইঙ্গিত পাওয়া যায়।

১৯৭১ সালে বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি বর্ডার চলচ্চিত্রের কথা উল্লেখ করে নির্মলা বলেন, ‘বর্ডার ছবিতে জাতীয়তাবাদ এবং দেশভক্তিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন সানি, যা মানুষের মন ছুঁয়ে গিয়েছিল।’

অভিনয় করেই এই ধরনের অনুভূতি আনা যায় না বলে মন্তব্য করেন পীযুষ গয়ালও।

আনন্দবাজার জানায়, এবারের লোকসভা নির্বাচনে অমৃতসর, গুরুদাসপুর এবং হোশিয়ারপুরসহ পাঞ্জাবের ১৩টি আসনে লড়ছে বিজেপি ও শিরোমণি অকালি দলের জোট। শুরুতে অমৃতসর থেকে সানিকে প্রার্থী করা হতে পারে বলে জানা গিয়েছিল। কিন্তু রোববার কেন্দ্রীয়মন্ত্রী হরদীপ সিং পুরীকে সেখান থেকে প্রার্থী ঘোষণা করে বিজেপি। দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে যদিও এখন পর্যন্ত নিশ্চিতভাবে কিছু ঘোষণা করা হয়নি, তবে সানিকে গুরুদাসপুর থেকে প্রার্থী করা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

১৯৯৭ সালে বিজেপিতে যোগ দেয়ার পর এই গুরুদাসপুর কেন্দ্র থেকে চারবার সাংসদ নির্বাচিত হন প্রয়াত বলিউড অভিনেতা বিনোদ খান্না। তার স্ত্রী কবিতা খান্না এবং ছেলে অক্ষয় খান্নাকে ওই আসন থেকে দাঁড় করানো হতে পারে বলেও বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত সানি ঘায়েল, গদর: এক প্রেম কথা, দামিনি, এবং বর্ডার-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন।

এই নিয়ে সানি দেওলের পরিবারের তিন সদস্য রাজনীতিতে পা রাখলেন। ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী হেমা মালিনীও এই মুহূর্তে বিজেপির সাংসদ।

১৯ মে সপ্তম দফায় পাঞ্জাবে নির্বাচন অনুষ্ঠিত হবে । ফলাফল  ঘোষণা হবে ২৩ মে।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন : ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৭ Apr 20, 2024
img
পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ২৭ বস্তা টাকা Apr 20, 2024
img
মালয়েশিয়ায় শোষণের শিকার বাংলাদেশি শ্রমিকরা : জাতিসংঘ Apr 20, 2024
img
শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল Apr 20, 2024
img
তীব্র তাপপ্রবাহ : প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ Apr 20, 2024
img
সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি Apr 19, 2024
img
বিশ্বের ১০০ প্রভাবশালীদের তালিকায় আলিয়া Apr 19, 2024
img
পালিয়ে আসা ২৮৫ জনকে ফেরত নিচ্ছে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী Apr 19, 2024
img
গ্রেপ্তারি পরোয়ানার শঙ্কায় নেতানিয়াহু, ইসরায়েলে জরুরি বৈঠক Apr 19, 2024
img
পালিয়ে বাংলাদেশে এলেন আরও ১১ বিজিপি সদস্য Apr 19, 2024