ঈদে টয়ার ‘সাইজ ৪২’

অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল, বড় হয়ে পেশাগত জীবনে কর্পোরেট চাকরি করবেন অথবা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করবেন। সে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তিনি। তবে একদিন হুট করে বদলে যায় তার জীবন। ২০১০ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করে ফেলেন তিনি।

অনেকটা খামখেয়ালিতেই কিন্তু লাক্স-এ নাম লিখিয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু পরে যখন বাছাই পর্বে টিকে যান, তখনই নিজের ভিতর আত্মবিশ্বাস বাড়তে থাকে। স্বপ্ন দেখেন, তিনিও পারবেন! ব্যাস, এই একটা ইচ্ছা নিজের মধ্যে লালন করে ঢাকায় এসেছিলেন টয়া। এরপর বনে যান, ছোট পর্দার তরুণ প্রজন্মের দর্শকদের পছন্দের তারকা। এইভাবে কিন্তু তার পথচলা।

এরপর গেল বছর ছোটপর্দার গণ্ডি পেরিয়ে ‘বেঙ্গলি বিউটি’ ছবির মাধ্যমে বড় পর্দায় নাম লিখিয়েছেন টয়া। এছাড়াও মডেল-উপস্থাপক হিসেবেও অনেকের নজর কেড়েছেন তিনি। কাজ করেছেন আরজে হিসাবেও। সব কিছু মিলিয়ে কাজ যেন পিছনে ছুটছে তার।

এদিকে, ঈদের কাজেও যেন অবসর নেই টয়ার। একের পর এক কাজ করে চলেছেন দুই পর্দার এই অভিনেত্রী। এরই মধ্যে বেশ কিছু নাটকের শুটিং শেষ করেছেন টয়া। তবে সম্প্রতি কাজ করেছেন নাটক ‘সাইজ ৪২’-এর।

জানা গেছে, এই নাটকটি আসন্ন উৎসবের জন্য নির্মিত হয়েছে। আর এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন টয়া ও জোভান। পারভেজ ইমামের রচনায় নাটকটি পরিচালনা করেছে রাইসুল তমাল।

নাটকের গল্প শোনা হয় টয়ার কাছে, তিনি বলেন, মূলত একটি আন্ডারওয়্যারকে ঘিরে এগিয়ে যায় নাটকটির গল্প। এতে দেখা যায়, বাবু আর সজল দু’জনই এক অফিসে চাকরি করে। তারা বেশ ভালো বন্ধুও। বাস্তবে যা হয়, সজল সব সময় মিথ্যা কথা বলে অফিস থেকে ছুটি নেন। তবে এইবার বস তার মিথ্যা বুঝে যান, তাই তিনি সজলকে আর ছুটি দেন না।

তবে বাবু তো তার বন্ধু। বিপদে-আপদে তার পাশে থাকেন। তিনি নাটক সাজিয়ে সজলের ছুটি ম্যানেজ করে দেন। কীভাবে? বস ভোজন রসিক। খেতে ভীষণ পছন্দ করেন। তাই বসকে তিনি সজলের বউয়ের কথা বলে ছুটি পাইয়ে দেন। বলেন, তার বউ সেরা রাধুনীর ১০-এ আছেন। তারপর সজলের বস তার বাসায় দাওয়াত খেতে যায়। খাওয়া শেষে টয়লেটে গিয়ে আন্ডারওয়্যারটি ভুলে রেখে চলে আসেন তিনি। এরপর এই জিনিসটি নিয়ে ঘটতে থাকে মজার মজার কাহিনী।

নাটকটিতে জোভান-টয়া ছাড়াও আরো অভিনয় করেছেন সুজন হাবিব ও রানা প্রমুখ। নির্মাতা জানান, আসন্ন ঈদে নাটকটি চ্যানেল নাইনে প্রচারিত হবে। তবে সময়, তারিখ এখনো জানাতে পারেননি তিনি।

 

টাইমস/জেকে/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, নতুন নির্দেশনা দিলো শিক্ষা মন্ত্রণালয় Apr 25, 2024
img
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম Apr 25, 2024
img
চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ Apr 25, 2024
img
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের Apr 25, 2024
img
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত শনিবার: শিক্ষা প্রতিমন্ত্রী Apr 25, 2024
img
ফ্যাটি লিভারের সমস্যা প্রতিরোধে জীবনযাপনে আনুন ৫ পরিবর্তন Apr 25, 2024
img
নেতানিয়াহুর পদত্যাগ দাবি করলেন ন্যান্সি পেলোসি Apr 25, 2024
img
উপজেলা নির্বাচন ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি Apr 25, 2024
img
শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি Apr 25, 2024
img
যুদ্ধ কখনো কোনো সমাধান দিতে পারে না : প্রধানমন্ত্রী Apr 25, 2024