শুভ জন্মদিন শাবানা

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী শাবানা। তার প্রকৃত নাম আফরোজা সুলতানা রত্না। শাবানা ১৯৫২ সালের ১৫ জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 

আজ কিংবদন্তী অভিনেত্রী শাবানার জন্মদিন। বাংলাদেশ টাইমস’এর পক্ষ থেকে শাবানার প্রতি অনেক অনেক প্রীতি ও শুভকামনা।

ওয়াহিদ সাদিকের সাথে ১৯৭৩ সালে শাবানার বিয়ে হয়। তিনি সরকারী কর্মকর্তা ছিলেন।

শাবানা ১৯৯৭ সালে হঠাৎ চলচ্চিত্র থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন। ২০০০ সালে সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান তিনি। শাবানা-সাদিক দম্পতির দুই মেয়ে ও এক ছেলে।

শিশু শিল্পী হিসেবে নতুন সুর চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে যোগ দেন শাবানা। তিনি ২৯৯টি চলচ্চিত্রে অভিনয় করেন।

তিনি অভিনয়ের জন্য ৯ বার ও প্রযোজক হিসেবে ১ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

আশির দশকে বেশ কিছু ব্যবসাসফল ও অসাধারণ চলচ্চিত্র দর্শকদের উপহার দেন শাবানা। ১৯৮০ সালে আবদুল্লাহ আল মামুন পরিচালিত “সখী তুমি কার” এবং আজিজুর রহমান পরিচালিত “শেষ উত্তর” ও “ছুটির ঘণ্টা” চলচ্চিত্রগুলো তাকে সুখ্যাতি এনে দেয়। রোম্যান্টিক-নাট্যধর্মী “সখী তুমি কার” চলচ্চিত্রে রাজ্জাক ও ফারুকের বিপরীতে অভিনয়ের মাধ্যমে শাবানা প্রথমবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

 

টাইমস/টিএইচ

Share this news on: