শিল্পকলায় ‌‌‘ট্রায়াল অব সূর্যসেন’

বৃটিশ বিরোধী আন্দোলনের বীর সেনানী মাষ্টার দা সূর্যসেন এর প্রহসনের বিচার ও অন্যায় হত্যাকান্ডের বিষয়বস্তুকে কেন্দ্র করে মঞ্চে নতুন নাটক নিয়ে এসেছে দেশের স্বনাম ধন্য নাট্যদল ঢাকা পদাতিক। নাটকের নাম ‘ট্রায়াল অব সূর্যসেন’।

বুধবার সন্ধ্যা সাতটায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে প্রদর্শন শুরু হয়েছে নাটকটির।

বরেণ্য নাট্যজন মাসুম আজিজ- এর রচনা ও নির্দেশনায় ঢাকা পদাতিক এর ৩৮ তম প্রযোজনা ‘ট্রায়াল অব সূর্যসেন’। ইতিহাস নির্ভর এ নাটকের চরিত্র সমূহের মধ্যে রয়েছে সূর্যসেন, প্রীতিলতা, কল্পনা দত্ত, অম্বিকা রায়, নির্মল সেনসহ প্রায় ৪০টি চরিত্র উঠে এসেছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: